আমাদের মাঝে আর নেই তামিম ইকবাল

‘আমাকে বলা হয়েছিল তামিম আর বেঁচে নেই’

এক দিনের ব্যবধানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অল্প অল্প করে হাঁটাহাঁটি করতে পারছেন এবং খাওয়া-দাওয়াও করছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় গতকাল গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। চিকিৎসকরা ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন তাকে। অবস্থার উন্নতি হলে পরিবারের সম্মতিতে ঢাকায় স্থানান্তর করা হয়। 


বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের। আপাতত এভার কেয়ারে চিকিৎসা নেবেন তামিম। ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়ার পর এবং ভিসা প্রক্রিয়ার কাজ হওয়ার পর থাইল্যান্ডে রওনা দেবেন তি


নি।

Comments

Popular posts from this blog