উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘লন্ডনে মারা গেলেন বেগম নেত্রী খালেদা জিয়া’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর বিষয়ে প্রচারিত দাবিটি সত্য নয়। বরং, তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসকেরা তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। দাবিটি সত্যতা যাচাইয়ে আলোচিত ভিডিওটিতে সংযুক্ত ভিডিও ফুটেজগুলো পৃথকভাবে পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম। ভিডিও যাচাই-১
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘লন্ডনে মারা গেলেন বেগম নেত্রী খালেদা জিয়া’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর বিষয়ে প্রচারিত দাবিটি সত্য নয়। বরং, তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসকেরা তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।
দাবিটি সত্যতা যাচাইয়ে আলোচিত ভিডিওটিতে সংযুক্ত ভিডিও ফুটেজগুলো পৃথকভাবে পর্যবেক্ষণ করেছে রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই-১
Comments
Post a Comment