এইমাত্র পাওয়া খবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুর হুমকি দিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে
এইমাত্র পাওয়া খবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুর হুমকি দিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে কটূক্তি করার ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি নালিশি মামলা করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা সম্পর্কে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগে মোট দুইটি মামলা করা হলো।
আগে ক্ষমতাচ্যুত সাবেক সরকারপ্রধান শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানি করার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তার পক্ষ হয়ে মামলা করতে দেখা যেত। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর এখনও সেই প্রবণতা থামেনি।
মানহানির মামলা নিয়ে অতীতেও নানা ধরনের সমালোচনা হয়েছে। কিন্তু তারপরও আদালতে বছরের পর বছর প্রত্যেক সরকারের আমলে এই ধরনের মামলাগুলো গৃহীত হয়েছে।
পেনাল কোডের ধারায় যেসব মানহানির মামলা হয়, সেসবের ক্ষেত্রে প্রায়ই এমন অভিযোগ শোনা যায় যে, একপক্ষ অপর পক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে এগুলো করছে। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কটূক্তি ও তাকে হত্যার অভিযোগে পটুয়াখালীতে যে মামলা করা হয়েছে, সেখানেও একই বিষয় শোনা যাচ্ছে।
শেখ হাসিনা পালিয়ে যাবার পর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন দখল করে নেয়
ড. ইঊনূসের মানহানি নিয়ে সর্বশেষ মামলাটি হয়েছে গত ২৬ সেপ্টেম্বর পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশীষ রায়ের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ধারা ও পেনাল কোডের ৩০৭, ৪৯৯, ৫০৬ (খ) ধারায় অভিযোগটি দায়ের করা হয়।
বিগত সরকারের আমলে অধ্যাপক ইউনূসের নামে যখন অর্থ আত্মসাৎ করার অভিযোগে মামলা চলছিলো, তখন তাকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হতো।
চলতি বছরের ২ মে তিনি একইভাবে হাজিরা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সে সময় মুহাম্মদ ইউনূসের সেই বক্তব্য সম্বলিত একটি ভিডিও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। সেই পোস্টে মন্তব্য করেন আসামি মো. মাসুম বিল্লাহ।
আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়, আসামি সেই ভিডিওতে মুহাম্মদ ইউনূসের উদ্দেশে মন্তব্য করে বলেছিলেন, ‘আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল।’
কিন্তু তার ওই মন্তব্যের কারণে ‘বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়’ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
বাদী দাবি করেছেন যে ফেসবুকে ওই মন্তব্যের পর আসামি ‘এলাকায় বসে মুহাম্মদ ইউনূসকে সুদখোর, ইহুদি পশ্চিমাদের দালাল বলে মানহানিকর বক্তব্য প্রকাশ করে’ এবং সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘একাকি পেলে গুলি করে হত্য’ করার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অভিযুক্ত মাসুম বিল্লাহ’র নামে মামলা দায়ের করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বাদী হাসান মাহমুদ আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলের নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমাকে ঘায়েল করতে এমন কাল্পনিক ইস্যুতে মামলা দায়ের করেছেন।’
মাসুম বিল্লাহ’র বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (বর্তমানের সাইবার সিকিউরিটি অ্যাক্ট)-এও অভিযোগ দায়ের করা হয়েছিলো। এই আইনের অপব্যবহার নিয়ে বছরের পর বছর আলোচনা চলছেই।
Comments
Post a Comment