এইমাত্র গোপালগঞ্জে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র গোপালগঞ্জে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এইমাত্র গোপালগঞ্জে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম পেয়েছেন ৪৬০টি ভোট
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জ ৩ আসন থেকে ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট ।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে রাত সাড়ে ৮টায় এ ঘোষণা দেন।
সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার ভোটাররা ১০৮টি কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল থেকেই এখানে ভোটের উৎসব শুরু হয়। শেষ পর্যন্ত নির্বাচনি এলাকা উৎসব মুখর ছিল। এ আসনের মোট ভোট সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩০০।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালে এ আসনে থেকে যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তারপর থেকে এ আসনটি অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৮৬ সাল থেকে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনে নির্বাচন করে শেখ হাসিনা এরআগে ৭ বার সংসদ সদস্য নিরর্বাচিত হন।
Comments
Post a Comment